Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টারঃ যুক সমাজকে সুশৃংখল ও সুগঠিত করে জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্তকরণ এবং সঠিক দিক-নির্দেশনা, জ্ঞান ও দক্ষতা প্রদানের মাধ্যমে মানব সম্পদে পরিনত করার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কর্মসূচির মধ্যে উপজেলা পর্যায়ে নিম্নবর্ণিত কর্মসূচী চালু রয়েছেঃ

     * বেকার যুবদের দক্ষতা বৃদ্ধির জন্য চাহিদার ভিত্তিতে প্রত্যন্ত অঞ্চলে অপ্রাতিষ্ঠানিক (ভ্রাম্যমান) প্রশিক্ষণের ব্যবস্থা করা ও বাস্তবায়ন করা।

     * বেকার যুবদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য বাছাই ও প্রেরণ।

     * প্রশিক্ষিত বেকার যুবদের আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প গ্রহনে উদ্বুদ্ধ করা।

     * যুব ঋণ প্রদানের ব্যবস্থা করা এবং উহা আদায় করা।

     * বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে উদ্বুদ্ধ করণ ও সচেতনতা  বৃদ্ধি মূলক কর্মসূচীঃ এ কর্মসূচীর আওতায় যুব সংগঠনের মাধ্যমে আয়োজিত যুব সমাবেশ এবং ভ্রাম্যমান প্রশিক্ষণে বেকার যুবকদের এইচ, আই, ভি/এইডস/এসটিভি প্রতিরোধ, প্রজনন স্বাস্থ্য, মাদক দ্রব্যের অপব্যবহার, সামাজিক রীতি-নীতি, মূল্যবোধ, জেন্ডার বৈষম্য, যৌতুক,  বাল্য বিবাহ রোধ, সুশাসন, দূর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, সিভিল এডুকেশন, জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার কল্যাণ, ইভটিজিং প্রতিরোধ ইত্যাদি বিষয়ে উদ্বুদ্ধ করণ ও সচেতনতা বৃদ্ধি করা হয়।